ঢাকা | বঙ্গাব্দ

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে খোলামেলা ত্রিধা চৌধুরী: ‘সবই চরিত্রের জন্য, বাস্তব জীবনের সঙ্গে মিল নেই’

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 9, 2025 ইং
অন্তরঙ্গ দৃশ্য নিয়ে খোলামেলা ত্রিধা চৌধুরী: ‘সবই চরিত্রের জন্য, বাস্তব জীবনের সঙ্গে মিল নেই’ ছবির ক্যাপশন: অন্তরঙ্গ দৃশ্য নিয়ে খোলামেলা ত্রিধা চৌধুরী: ‘সবই চরিত্রের জন্য, বাস্তব জীবনের সঙ্গে মিল নেই’
ad728

সৃজিত মুখার্জির মিশর রহস্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল অভিনেত্রী ত্রিধা চৌধুরীর। এরপর করেছেন বেশ কিছু বাংলা সিনেমা। তবে মুম্বাইয়ে ওয়েব সিরিজের মাধ্যমেই তিনি বেশি পরিচিতি পান। বিশেষ করে আশ্রম সিরিজে ববি দেওলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। এক সাক্ষাৎকারে অভিনয় ক্যারিয়ার, সংবেদনশীল দৃশ্য এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন ত্রিধা।

ত্রিধার মতে, পর্দায় অন্তরঙ্গ দৃশ্য করা সহজ নয়; বরং এর পেছনে থাকে শিল্পীর পেশাদারিত্ব ও চরিত্রের প্রতি দায়বদ্ধতা। তিনি বলেন,
‘একজন অভিনেত্রী যেকোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন চরিত্রের প্রয়োজনেই। “আশ্রম”-এ আমার চরিত্র যৌনকর্মীর, তাই ঘনিষ্ঠ দৃশ্য থাকা স্বাভাবিক। কিন্তু এর মানে এই নয় যে আমি সেই দৃশ্য উপভোগ করি। এটা সম্পূর্ণই কাজের অংশ।’

তিনি মনে করেন, প্রোডাকশন টিমের দায়িত্ব ছিল যাতে এসব দৃশ্য কোনোভাবেই পর্নো সাইটে ছড়িয়ে না পড়ে। তাঁর ভাষ্যে,
‘নির্মাতারা আরও সাবধান হতে পারতেন। যদি এমন কিছু ছড়িয়ে পড়ে, তাহলে তা যেকোনো মূল্যে বন্ধ করা উচিত।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার ঘনিষ্ঠ দৃশ্য রিল বা শর্ট ভিডিও হিসেবে ছড়িয়ে পড়াকেও একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। এতে অভিনেত্রীদের কাজ আরও কঠিন হয়ে ওঠে।

ত্রিধা বলেন,
‘দর্শকরা বুঝতে চান না যে সবই অভিনয় ও চরিত্রের জন্য। একে বাস্তব জীবনের সঙ্গে মেলানো উচিত নয়।’

আশ্রম সিরিজের অন্তরঙ্গ দৃশ্যের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন,
‘শুটিংয়ের সময় খুব নার্ভাস ছিলাম। তবে ববি দেওল বা অন্য শিল্পীরা খুব সহযোগিতামূলক ছিলেন। পরিচালক প্রকাশ ঝাও সাহায্য করেছেন। সংবেদনশীল দৃশ্যে সবার সহযোগিতাই একজন শিল্পীকে আত্মবিশ্বাসী করে তোলে।’


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
না-দেখা প্রেমের সুন্দরতার মতন – আহমেদ স্বপন মাহমুদের কবিতায়

না-দেখা প্রেমের সুন্দরতার মতন – আহমেদ স্বপন মাহমুদের কবিতায়