ঢাকা | বঙ্গাব্দ

৬৪ জেলায় নতুন এসপি: ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে পদায়নের প্রজ্ঞাপন জারি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2025 ইং
৬৪ জেলায় নতুন এসপি: ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে পদায়নের প্রজ্ঞাপন জারি ছবির ক্যাপশন: নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়। লটারির আগে ২৫তম ও ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে থেকে সততা, দক্ষতা, সুনাম ও নিরপেক্ষতার ভিত্তিতে একটি তালিকা তৈরি করা হয়েছিল। তালিকায় অন্তর্ভুক্ত কর্মকর্তাদের মধ্য থেকেই লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয় জেলার এসপিদের দায়িত্বপ্রাপ্তির তালিকা।

পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, নির্বাচনকেন্দ্রিক পুলিশিংয়ের নিরপেক্ষতা নিশ্চিত করতে এবং বিতর্ক এড়াতেই এবার লটারির পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। এতে মাঠপর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তাদের দায়িত্ব পালন নিশ্চিত হবে বলে তাঁদের প্রত্যাশা।




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর