ঢাকা | বঙ্গাব্দ

কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতে কারাগারে উজমা খান

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতে কারাগারে উজমা খান ছবির ক্যাপশন: কারাবন্দী-ইমরান-খানের-সঙ্গে-সাক্ষাতে-কারাগারে-উজমা-খান
ad728

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তাঁর বোন উজমা খান সাক্ষাতের অনুমতি পেয়েছেন। আজ তিনি ভাইয়ের সঙ্গে দেখা করতে কারাগারে যাচ্ছেন। আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ এই অনুমতি দিয়েছে। ইমরান বর্তমানে এই কারাগারে বন্দী রয়েছেন। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জিও নিউজের বরাতে জানা যায়, উজমাকে জানানো হয়েছে, তিনি কারাগারের ভেতরে ইমরানের সঙ্গে দেখা করতে পারবেন। সেখানে যাওয়ার আগে তিনি অন্য বোন আলিমা খানের সঙ্গে কথাও বলেন।

পিটিআইয়ের কর্মসূচির অংশ হিসেবে উজমা, আলিমা ও অন্যান্য বোনেরা ফ্যাক্টরি নাকা এলাকায় পৌঁছান। পুলিশ সড়কটি আগেই বন্ধ করে দিয়েছিল। চেকপোস্টে নারী সদস্যসহ বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন এবং দাঙ্গাবিরোধী ব্যারিকেড বসানো হয়েছে।

এত বাধা সত্ত্বেও আলিমা ও বোনেরা হেঁটেই কারাগারের দিকে রওনা দেন। গোরখপুর তল্লাশিচৌকিতে পুলিশ সাময়িকভাবে তাদের থামিয়ে দেয়। পরে সাক্ষাতের অনুমতি পাওয়ার পর উজমা খান কারাগারের দিকে রওনা হন। তিনি সাংবাদিকদের বলেন, “শেষ পর্যন্ত ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি পেয়ে আমি খুশি।”

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলার বিচার চলছে। এর মধ্যে দুর্নীতি ও সন্ত্রাস সংক্রান্ত অভিযোগও রয়েছে।

গত সপ্তাহে ইমরানের বোন আলিমা, উজমা, নোরিন খান ও পিটিআই দলের আরও কয়েকজন সদস্য কারাগারের বাইরে জড়ো হন। পিটিআই জানায়, নারীরা শান্তভাবে বসেছিলেন, কিন্তু পুলিশ তাদের সহিংসভাবে আটক করে। তবে মন্ত্রী আতাউল্লাহ তারার দাবি, ২০২৩ সালের ৯ মে ইমরানকে প্রথম দফায় গ্রেপ্তারের সময় যে সহিংসতা হয়েছিল, তার সঙ্গে বোনেরা সম্পৃক্ত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
জুলাই সনদ বাস্তবায়নে আমরা যেন সাংবিধানিক ও আইনের বাইরে না য

জুলাই সনদ বাস্তবায়নে আমরা যেন সাংবিধানিক ও আইনের বাইরে না য