ঢাকা | বঙ্গাব্দ

ওসমান হাদির মস্তিষ্ক সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন, স্থিতিশীলতার অপেক্ষা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 17, 2025 ইং
ওসমান হাদির মস্তিষ্ক সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন, স্থিতিশীলতার অপেক্ষা ছবির ক্যাপশন: ওসমান হাদির মস্তিষ্ক সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন, স্থিতিশীলতার অপেক্ষা
ad728

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মস্তিষ্ক সক্রিয় করার জন্য অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছে সংগঠনটি। তবে অস্ত্রোপচারের আগে তাঁর শারীরিক অবস্থা সম্পূর্ণভাবে স্থিতিশীল হওয়া জরুরি। আজ বুধবার সকালে দেওয়া এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ এ তথ্য জানায়।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে তাঁর শরীরকে পুরোপুরি স্থিতিশীল করতে হবে। এ মুহূর্তে চিকিৎসকদের মূল লক্ষ্য হলো শরীর ও মস্তিষ্কের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা।

বিবৃতিতে আরও জানানো হয়, ওসমান হাদির মস্তিষ্ক ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে। তাঁর চিকিৎসা সিঙ্গাপুর অথবা যুক্তরাজ্যের কোনো বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে হতে পারে বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। তিনি আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী। হামলার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে তিনি বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ওসমান হাদির সুস্থতার জন্য তাঁর পরিবার দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছে।

meta keyword

নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
এক বছরে ৩১% বৃদ্ধি, চীনের শীর্ষ ১০০ ধনীর সম্পদ বেড়ে ১.৩৫ ট্

এক বছরে ৩১% বৃদ্ধি, চীনের শীর্ষ ১০০ ধনীর সম্পদ বেড়ে ১.৩৫ ট্