ঢাকা | বঙ্গাব্দ

গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলেন সাবেক ছাত্রদল নেতা মফিজুর রহমান আশিক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2025 ইং
গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলেন সাবেক ছাত্রদল নেতা মফিজুর রহমান আশিক ছবির ক্যাপশন: সাবেক ছাত্রদল নেতা মফিজুর রহমান আশিক — গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন।
ad728

গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক।

সোমবার (৩ নভেম্বর) তিনি নিজে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, র‍্যাবের তৎকালীন মহাপরিচালক মোখলেছুর রহমানসহ মোট সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে মফিজুর রহমান আশিক উল্লেখ করেন, ২০১৩ ও ২০২২ সালে তাকে দুইবার গুম করা হয় এবং দীর্ঘ সময় আটক রেখে শারীরিক নির্যাতন চালানো হয়। প্রথমবার র‍্যাব-১ এর হেফাজতে দুই মাস আটকে রাখা হয় বলে দাবি করেন তিনি। পরবর্তীতে আবারও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা তাকে তুলে নিয়ে যায় বলেও জানান সাবেক এই ছাত্রদল নেতা।




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি রাজনৈতিক আক্রোশের শিকার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আমি রাজনৈতিক আক্রোশের শিকার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে