ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশের স্বাস্থ্যখাতে ব্যয় কম, বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার চলে যাচ্ছে

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 13, 2025 ইং
বাংলাদেশের স্বাস্থ্যখাতে ব্যয় কম, বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার চলে যাচ্ছে ছবির ক্যাপশন: বাংলাদেশের স্বাস্থ্যখাতে ব্যয় কম, বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার চলে যাচ্ছে
ad728

ঢাকায় আয়োজিত একটি সেমিনারে দেশের স্বাস্থ্যখাতের ব্যয় ও মান নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্যখাতে বাংলাদেশের সরকারি ব্যয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম, মাথাপিছু মাত্র ১,০৭০ টাকা। এছাড়া দেশের ৪৯ শতাংশ মানুষ এখনও মানসম্মত স্বাস্থ্যসেবা পায় না। প্রতিবছর প্রায় ৫ বিলিয়ন ডলার বাংলাদেশি রোগী বিদেশে চিকিৎসায় ব্যয় করেন।

আজ শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে আস্থা বৃদ্ধি; মান নিয়ন্ত্রণের কৌশল’ শীর্ষক সেমিনারে এসব তথ্য উঠে আসে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা চেম্বারের সাবেক সহসভাপতি মালিক তালহা ইসমাইল বারী।

সেমিনারে আরও বলা হয়, দেশের স্বাস্থ্যখাতের বাজার বছরে ১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এটি প্রায় ১৪ বিলিয়ন ডলারের এবং আগামী সাত বছরের মধ্যে প্রায় ২৩ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে। এর মধ্যে মেডিকেল যন্ত্রপাতির বাজার প্রায় ৮২০ মিলিয়ন ডলার।

রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান এবং বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর।

সেমিনারে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতার তথ্য তুলে ধরে বলা হয়, ভারতের চিকিৎসা ভিসার প্রায় ৫২ শতাংশ বাংলাদেশিরা ব্যবহার করেন। ২০২৪ সালে প্রায় ৪ লাখ ৮২ হাজার বাংলাদেশি রোগী ভারতে চিকিৎসা নিয়েছেন। ভারত অনুসারে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও চিকিৎসার জন্য দেশ থেকে রোগী যাত্রা করছেন। দেশে চিকিৎসার মান ও রোগ নির্ণয়ে সন্দেহ, হঠাৎ বিল বৃদ্ধি, লুকানো খরচ এবং নকল ওষুধ ও নিম্নমানের সামগ্রীর ভয় বিদেশে চিকিৎসার প্রবণতা বাড়াচ্ছে।

ঢাকায় অধিকাংশ হাসপাতাল গড়ে উঠেছে। দেশের ৩৬টি স্পেশালাইজড হাসপাতালে ১৯টি ঢাকায় এবং ১৭টি ঢাকার বাইরে অবস্থিত। ঢাকার বাইরে সাত বিভাগে মোট ৩,৬৫১টি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে, ঢাকায় ১,৮১০টি।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষা মন্ত্রণালয় জারি করলো এমপিও নীতিমালা-২০২৫

শিক্ষা মন্ত্রণালয় জারি করলো এমপিও নীতিমালা-২০২৫