ঢাকা | বঙ্গাব্দ

মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি বজায়, খেজুর আমদানির শুল্ক কমালো সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 11, 2025 ইং
মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি বজায়, খেজুর আমদানির শুল্ক কমালো সরকার ছবির ক্যাপশন: মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি বজায়, খেজুর আমদানির শুল্ক কমালো সরকার
ad728

অন্তর্বর্তী সরকার মেট্রোরেলের টিকিটে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির সুবিধা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আসন্ন রমজান মাসকে সামনে রেখে খেজুর আমদানির ওপর আরোপিত মোট শুল্ক–কর ৫২.২ শতাংশ থেকে কমিয়ে ৪০.৭০ শতাংশ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের ফলাফল প্রকাশ করেন।

শফিকুল আলম জানান, মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি বজায় রাখায় বছরে সরকারের প্রায় ৪০ কোটি টাকার মতো রাজস্ব ক্ষতি হবে। তবে ঢাকার মানুষের যাতায়াতের জন্য মেট্রোরেলের গুরুত্ব বিবেচনা করে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তই রাখা হয়েছে।

গত জানুয়ারি মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়েছিল, যা ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর ছিল। এবার সরকার পুনরায় এই সুবিধা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমান ভ্যাট আইন অনুযায়ী শীতাতপনিয়ন্ত্রিত যেকোনো রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান থাকলেও, মেট্রোরেল চালুর পর থেকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর অনুরোধে টিকিটগুলো ভ্যাটমুক্ত রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে পাকিস্তানের ধীরগতির ব্যাটিং,

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে পাকিস্তানের ধীরগতির ব্যাটিং,