ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষা মন্ত্রণালয় জারি করলো এমপিও নীতিমালা-২০২৫

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 9, 2025 ইং
শিক্ষা মন্ত্রণালয় জারি করলো এমপিও নীতিমালা-২০২৫ ছবির ক্যাপশন: শিক্ষা মন্ত্রণালয় জারি করলো এমপিও নীতিমালা-২০২৫
ad728

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ জারি করেছে। নতুন নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক চাকরি বা আর্থিক লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না। এতে সাংবাদিকতা ও আইন পেশাও অন্তর্ভুক্ত। নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তির এমপিও বাতিল করা যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানায়, নীতিমালা অনুযায়ী কোনো এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী একাধিক পদে বা চাকরিতে নিযুক্ত থাকলে বা আর্থিক লাভজনক পদে কর্মরত থাকলে তদন্তে প্রমাণিত হলে সরকার বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে।

এখানে আর্থিক লাভজনক পদ বলতে বোঝানো হয়েছে: সরকার প্রদত্ত বেতন, ভাতা, সম্মানী এবং বেসরকারি প্রতিষ্ঠান বা বিশেষায়িত প্রতিষ্ঠানে সাংবাদিকতা বা আইন পেশার বিনিময়ে প্রাপ্ত বেতন বা ভাতা।

বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে:

  • মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে: ৩ লাখ ৯৮ হাজার

  • মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে: প্রায় ১ লাখ ৭৫ হাজার

  • কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে: ২৩ হাজারের বেশি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাসে মূল বেতন, ১ হাজার টাকা বাড়িভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। সম্প্রতি সরকার বাড়িভাড়া ভাতার পরিমাণ মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন ভাতা দুই ধাপে দেওয়া হবে:

  • ৭.৫% কার্যকর হয়েছে ১ নভেম্বর থেকে (ন্যূনতম দুই হাজার টাকা)

  • বাকি ৭.৫% কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স