ঢাকা | বঙ্গাব্দ

আমি রাজনৈতিক আক্রোশের শিকার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
আমি রাজনৈতিক আক্রোশের শিকার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনু ছবির ক্যাপশন: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শুরুর নির্দেশ পেয়েছেন হাসানুল হক ইনু। ছবি: ইত্তেফাক
ad728

জাসদ সভাপতি হাসানুল হক ইনু দাবি করেছেন, তিনি রাজনৈতিক আক্রোশ ও গায়েবি মামলার শিকার। মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে ইনু বলেন,

“আমি রাজনৈতিক আক্রোশের শিকার। গায়েবি মামলার ঝড়ে আক্রান্ত। আল্লাহর পরে আপনি (বিচারক) বিচারকারী, আপনি ন্যায়বিচার করবেন। আমি সম্পূর্ণ নির্দোষ।”

রোববার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে কুষ্টিয়ার ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় বিচার শুরুর নির্দেশ দেন। একই সঙ্গে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।

আদালত ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে দুটি পড়ে শোনান। ট্রাইব্যুনাল জানায়, “বাকি অভিযোগগুলো একই ধরনের হওয়ায় পুনরাবৃত্তি এড়াতে সেগুলো না পড়া হলো।”

অভিযোগ শুনে ইনু বলেন, “আমি সব শুনিনি, তবে যা বুঝেছি তা হলো আমার আবেদনটি গৃহীত হয়নি।”
জবাবে ট্রাইব্যুনাল বলেন, “হ্যাঁ, আপনার আবেদনটি রিজেক্ট করা হয়েছে, আপনি দোষ স্বীকার করবেন কি না সেটি বলুন।”

ইনু তখন বলেন, “আমাদের দেশে গায়েবি মামলার বিষয়টি প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা দুজনই স্বীকার করেছেন। বর্তমানে আমার বিরুদ্ধে ৬০টি মামলা চলছে। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।”

এদিকে ট্রাইব্যুনাল হানিফের মামলার ওপেনিং স্টেটমেন্ট ২৫ নভেম্বর এবং ইনুর মামলার ওপেনিং স্টেটমেন্ট ৩০ নভেম্বর তারিখ নির্ধারণ করেছে।




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
রাজবাড়ীতে গৃহবধূ ও গৃহশিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

রাজবাড়ীতে গৃহবধূ ও গৃহশিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন