ঢাকা | বঙ্গাব্দ

কলকাতায় মেসির আগমনে বিশৃঙ্খলা: দর্শক মাঠে ঢুকে পড়লেন, অনুষ্ঠানের সব আয়োজন পণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 13, 2025 ইং
কলকাতায় মেসির আগমনে বিশৃঙ্খলা: দর্শক মাঠে ঢুকে পড়লেন, অনুষ্ঠানের সব আয়োজন পণ্ড ছবির ক্যাপশন: কলকাতায় মেসির আগমনে বিশৃঙ্খলা: দর্শক মাঠে ঢুকে পড়লেন, অনুষ্ঠানের সব আয়োজন পণ্ড
ad728

কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির আগমনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। মেসিকে ঠিকভাবে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ দর্শকরা গ্যালারিতে ভাঙচুর চালান, মাঠে বোতল ছুড়ে এবং বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়েন। ঘটনাস্থলে প্রায় এক হাজার দর্শক মাঠে প্রবেশ করেন।

এই বিশৃঙ্খলার শুরুর দিকে মেসি নিজেই মাঠ ছেড়ে যান। তিন দিনের ভারত সফরে তিনি আজই কলকাতায় পৌঁছেছিলেন। মেসির সঙ্গে ছিলেন ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পলকে। পরবর্তী তিনটি শহরে মেসির সফর থাকার কথা ছিল।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যুব ভারতীতে মেসিকে ঘিরে ল্যাপ অব অনার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বলিউড তারকা শাহরুখ খানের আগমন, এবং একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল। কিন্তু বিশৃঙ্খলার কারণে সব পরিকল্পনা স্থগিত হয়ে যায়।

লোকাল টাইম অনুযায়ী সকাল ১১:৩০টায় মেসির গাড়ি স্টেডিয়ামে প্রবেশ করলে দর্শকরা গাড়ির চারপাশে ঘিরে ধরে। গ্যালারির দর্শকরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে শুরু করেন। মেসি তখন শুধু জায়ান্ট স্ক্রিনে দেখা যাচ্ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও আয়োজক শতদ্রু দত্ত মাইক্রোফোনে ভিড় কমানোর চেষ্টা করেন। তবুও কেউ কেউ মেসির কাছে সেলফি ও ভিডিও নেওয়ার চেষ্টা চালান, যার কারণে দর্শক আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে মেসি মাঠ ছেড়ে যান।

মেসি চলে যাওয়ার পর দর্শকরা চেয়ার ভাঙতে শুরু করেন, ব্যানার ছিঁড়ে ফেলেন এবং বেষ্টনী ভেঙে মাঠে প্রবেশ করেন। পুরো মাঠের নিয়ন্ত্রণ পুলিশের বাইরে চলে যায়।

গ্যালারিতে অনেক দর্শককে ৩,৮০০ থেকে ১১,৮০০ রুপি পর্যন্ত খরচ করে টিকিট কেটে ঢুকতে হয়েছিল। মেসিকে দেখতে না পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। মেসি আজ কলকাতা থেকে হায়দরাবাদ সফরে যাবেন এবং পরবর্তী মুম্বাই ও দিল্লি সফর দিয়ে ‘দ্য গোট ট্যুর ইন্ডিয়া’ শেষ করবেন।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের জন্য ৬৮.৬ কোটি ডলারের উন্নত প

পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের জন্য ৬৮.৬ কোটি ডলারের উন্নত প