ঢাকা | বঙ্গাব্দ

টাইব্রেকারে এআইইউবির জয়, ড্যাফোডিল গ্রুপ পর্বেই ছিটকে গেল

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
টাইব্রেকারে এআইইউবির জয়, ড্যাফোডিল গ্রুপ পর্বেই ছিটকে গেল ছবির ক্যাপশন: টাইব্রেকারে-এআইইউবির-জয়,-ড্যাফোডিল-গ্রুপ-পর্বেই-ছিটকে-গেল
ad728

গতবার ফাইনালে হারের প্রতিশোধ এবার নিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি)। ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসরে গ্রুপ পর্বেই বিদায় নিতে হলো চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে। নিজেদের মাঠে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে হেরে তারা ছিটকে গেছে।

গ্রুপ পর্বে দুই দলের গোলশূন্য ম্যাচের পরে টাইব্রেকারে জাতীয় বয়সভিত্তিক দলের গোলকিপার মেহেদী হাসানের দুর্দান্ত পারফরম্যান্সে ড্যাফোডিলকে ৩–১ গোলে হারিয়ে এআইইউবি গ্রুপ ফাইনালে উঠেছে। গত আসরের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল; তখন এআইইউবি হেরেছিল ১–২ গোলে।

ড্যাফোডিল প্রথম ম্যাচে ৮–০ গোলের বড় জয় পেয়েছিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বিরুদ্ধে, আর এআইইউবি প্রথম ম্যাচে বাই পেয়েছিল। দ্বিতীয় ম্যাচে দুই দলের লড়াই যেন গতবারের ফাইনালের পুনরাবৃত্তি।

সাভারের বিরুলিয়ার ড্যাফোডিলের মাঠে ১০ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন। টাইব্রেকারে তিনটি শট আটকিয়ে এআইইউবিকে জেতানো মেহেদী হাসান ম্যাচসেরার পুরস্কারও পান। ড্যাফোডিল চতুর্থ শটে একমাত্র গোল করতে সক্ষম হলেও জয় পাননি।

দুই দলেই দেশের শীর্ষ স্তরের খেলোয়াড়রা খেলেছে, তবে ড্যাফোডিলের তারকা ডিফেন্ডাররা অনুপস্থিত ছিলেন। এআইইউবির শক্ত রক্ষণ ও গোলকিপারই দলের মূল শক্তি হিসেবে প্রতিপন্ন হন।

‘এফ’ গ্রুপের ফাইনালে এআইইউবির প্রতিপক্ষ ৪ ডিসেম্বর নির্ধারিত হবে; ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বিজয়ীর সঙ্গে তারা খেলবে। ‘ই’ গ্রুপ থেকে ফাইনালে উঠেছে গণ বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

দিনের প্রথম ম্যাচে গণ বিশ্ববিদ্যালয় ৫–০ গোলে ইস্টার্ন ইউনিভার্সিটিকে হারায়, হ্যাটট্রিক করেন আরফাত মিয়া। দ্বিতীয় ম্যাচে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশকে ২–১ গোলে হারায়, ম্যাচসেরার পুরস্কার পান শাহজালাল সিজান।

ম্যাচসেরাদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি, ইস্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার মোহাম্মদ এমদাদুল ইসলাম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর প্রফেসর ড. শেখ মোহাম্মদ আল্লাইয়ার।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজবাড়ীতে গৃহবধূ ও গৃহশিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

রাজবাড়ীতে গৃহবধূ ও গৃহশিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন