যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচন সামনে রেখে রেকর্ডসংখ্যক ভোটার এবার আগাম ভোট দিয়েছেন। শহরের নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ৭ লাখ ৩৫ হাজারের বেশি ভোটার ভোট দিয়েছেন—যা প্রেসিডেন্ট নির্বাচনের বাইরে অন্য যেকোনো নির্বাচনে নিউইয়র্কে সর্বোচ্চ।
আগামীকাল (৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে মূল ভোটগ্রহণ।
গতকাল রোববার ছিল আগাম ভোটের শেষ দিন, আর ওইদিনই সর্বোচ্চ ১ লাখ ৫১ হাজার ভোটার ভোট দেন। এটি এ নির্বাচনে এক দিনে সর্বাধিক ভোটদানের রেকর্ড। উল্লেখযোগ্যভাবে, তরুণ ভোটারদের অংশগ্রহণও বেড়েছে, বিশেষ করে ৩৫ বছরের নিচের ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
নির্বাচন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আগাম ভোটারদের গড় বয়স এখন ৫০ বছর, যা আগের নির্বাচনের তুলনায় অনেক কম।
আগের সপ্তাহে ৩৫ বছরের কম বয়সীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম ছিল—রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৮০ হাজার তরুণ ভোট দেন। তবে শুক্রবার থেকে রোববার পর্যন্ত এই সংখ্যা বেড়ে ১ লাখেরও বেশি হয়েছে। এর মধ্যে শুধু রোববারই ৩৫ বছরের নিচের ভোটার ছিলেন ৪৫ হাজারের বেশি।
বিশ্লেষকদের মতে, তরুণদের এই সক্রিয়তা নিউইয়র্কের স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণ আনতে পারে এবং নির্বাচনের ফলাফলেও প্রভাব ফেলতে পারে।
Jatio Khobor