বাগেরহাটের সুন্দরবন শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকায় শনিবার রাতে সাতজনকে হরিণ শিকারের সময় আটক করা হয়েছে। বনরক্ষীদের অভিযান চালিয়ে তাদের কাছ থেকে বন বিভাগের পতাকা, দুটি ট্রলার, ১০০টি হাঁটা ফাঁদ, মই জাল, করাত, ২০টি কন্টেইনার, দুটি ড্রাম, নোঙর, তিনটি ত্রিপল, দুটি পাতিল ও দুটি ককসিট জব্দ করা হয়।
ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী জানান, শিকারীরা সনাতন ধর্মাবলম্বীদের রাস পূজা উপলক্ষে পুণ্যার্থীর ছদ্মবেশে বনে প্রবেশ করে গভীর রাতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল। স্মার্ট টিম-১-এর টিম লিডার দিলীপ মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক সাতজন হলেন— মনোজ পাল, মুজিবুর রহমান, মুনাফ আলী মোল্লা, মোজাম্মেল শেখ, খান তামিম, ওহিদ মল্লিক ও আলী হোসেন। বন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
Jatio Khobor