ঢাকা | বঙ্গাব্দ

সাময়িক বন্ধের পর আবারও স্বাভাবিক মেট্রোরেল চলাচল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
সাময়িক বন্ধের পর আবারও স্বাভাবিক মেট্রোরেল চলাচল ছবির ক্যাপশন: সাময়িক বন্ধের পর পুনরায় চালু হয়েছে ঢাকা মেট্রোরেল। ছবি: সংগৃহীত
ad728

ঢাকা মেট্রোর বৈদ্যুতিক লাইনে জরুরি মেরামতের কাজের কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

এর আগে দুপুর ১২টা ৪১ মিনিটে এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানায়, পল্লবী থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত বৈদ্যুতিক লাইনে জরুরি মেরামতের কাজের কারণে ১২টা ৪০ থেকে ১টা ১০ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

পরে ডিএমটিসিএলের যাচাইকৃত ফেসবুক পেজে জানানো হয়,

“সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ট্রেন চলাচল দুপুর ১২টা ৫৫ মিনিটে পুনরায় শুরু হয়েছে।”

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে মেট্রো কর্তৃপক্ষ আরও জানায়, বৈদ্যুতিক ত্রুটি মেরামতের পর এখন ট্রেন চলাচল সম্পূর্ণ নিরাপদ ও স্বাভাবিকভাবে চলছে।




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’