ঢাকা | বঙ্গাব্দ

ঢাকায় কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতা–কর্মী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
ঢাকায় কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতা–কর্মী গ্রেপ্তার ছবির ক্যাপশন: রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। প্রতীকী ছবি
ad728

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৯ নভেম্বর ২০২৫

রাজধানীতে রাজনৈতিক কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান

তিনি জানান, গতকাল শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই–বাছাই চলছে।

ডিসি তালেবুর রহমান বলেন,

“গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক সম্পৃক্ততা ও নিষিদ্ধ কার্যক্রমে সংশ্লিষ্টতার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”

গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও সংগঠনভিত্তিক বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ