ঢাকা | বঙ্গাব্দ

নেপালে সুশীলার মন্ত্রিসভায় যুক্ত হলেন দুই তরুণ নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
নেপালে সুশীলার মন্ত্রিসভায় যুক্ত হলেন দুই তরুণ নেতা ছবির ক্যাপশন: সুশীলা কারকি
ad728

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি গতকাল রোববার তাঁর অন্তর্বর্তী মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন। গত মাসে তরুণদের নেতৃত্বে শুরু হওয়া গণ–আন্দোলনের পর গঠিত এই অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় নতুনভাবে যুক্ত হয়েছেন দুই

তরুণ নেতা। তাঁদের মধ্যে একজনকে যুব ও ক্রীড়ামন্ত্রী এবং অন্যজনকে স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞা জারির পর ৮ ও ৯ সেপ্টেম্বর শুরু হয় তরুণদের নেতৃত্বে বিক্ষোভ। তবে এর পেছনে ছিল দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট ও দুর্নীতির বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ।

সহিংস ওই বিক্ষোভে অন্তত ৭৩ জনের মৃত্যু হয় এবং সংসদ ভবন, আদালত ও সরকারি দপ্তরে আগুন দেওয়া হয়, যার পরিণতিতে আগের সরকারের পতন ঘটে।

সরকারি কর্মকর্তারা জানান, নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বাবলু গুপ্তা এবং স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী হয়েছেন সুধা শর্মা। তাঁরা প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের কাছ থেকে শপথ গ্রহণ করেছেন।

২৮ বছর বয়সী বাবলু গুপ্তা ‘হানড্রেডস গ্রুপ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা, যা খাদ্যসহায়তা ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে কাজ করে আসছে। অন্যদিকে সুধা শর্মা একজন পরিচিত লেখক ও সমাজকর্মী।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভাইভায় ১০০ নম্বরসহ ১৫ দফা দাবি পেশ করল এনসিপি

ভাইভায় ১০০ নম্বরসহ ১৫ দফা দাবি পেশ করল এনসিপি