ঢাকা | বঙ্গাব্দ

১৫ সেনাকর্মকর্তাকে সেনানিবাসের সাবজেলে নেওয়া হয়েছে, জানালেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
১৫ সেনাকর্মকর্তাকে সেনানিবাসের সাবজেলে নেওয়া হয়েছে, জানালেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক ছবির ক্যাপশন: ৫ সেনা কর্মকর্তাকে এই প্রিজন ভ্যানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়
ad728

চলমান মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলার আসামি ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাবজেলে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।

সকাল ১০টার দিকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে ওই কর্মকর্তাদের কারা কর্তৃপক্ষের প্রিজন ভ্যানে তোলা হয়। পরে সবুজ রঙের ভ্যানটি ট্রাইব্যুনাল এলাকা ত্যাগ করে। শুনানি শেষে আসামিদের আইনজীবী এম সরোয়ার হোসেন জানান, তাঁদের মক্কেলদের সাবজেলে (উপকারাগারে) রাখা হবে।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির আরও বলেন, সেনানিবাসের সাবজেলে ১৫ সেনা কর্মকর্তাকে রাখার জন্য প্রয়োজনীয় জনবল ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম ও নির্যাতনের অভিযোগে দুটি মামলা এবং জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা আরেকটি মামলায় মোট ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সেদিনই প্রসিকিউশন পক্ষ তিন মামলার ফরমাল চার্জ দাখিল করে।

১১ অক্টোবর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ১৫ কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, যাঁদের মধ্যে একজন অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) আছেন।

পরদিন ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সেনাবাহিনীর অনুরোধে ‘এমইএস বিল্ডিং নম্বর-৫৪’ কে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা