আইপিএলের নিলামে মোস্তাফিজুর রহমানকে নিয়ে তীব্র কাড়াকাড়ি পড়েছিল। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এত ব্যয় সত্ত্বেও পুরো টুর্নামেন্টের জন্য মোস্তাফিজকে পাওয়া যাবে না ফ্র্যাঞ্চাইজির।
আগামী এপ্রিলে বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে। ওয়ানডে ম্যাচগুলো খেলতে মোস্তাফিজ ৮ দিনের জন্য বাংলাদেশে ফিরবেন। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন এই তথ্য জানিয়েছেন।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য বাংলাদেশের র্যাঙ্কিং অন্তত ৯–এ থাকতে হবে, বর্তমানে বাংলাদেশ ১০ নম্বরে। এই লক্ষ্য মাথায় রেখে ওয়ানডেতে পূর্ণ শক্তির দল খেলানো অপরিহার্য।
নাজমূল আবেদীন বলেন, “ওয়ানডেতে আমাদের সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ আছে। সেই জায়গায় আমরা বিন্দুমাত্র ছাড় দিতে পারি না। যদি নিরাপদ জায়গায় থাকতাম, হয়তো মোস্তাফিজকে পুরো টুর্নামেন্টের জন্য এনওসি দিতে পারতাম, কিন্তু আমরা সেই অবস্থায় নেই।”
আইপিএল শুরু হবে ২৬ মার্চ এবং ফাইনাল হবে ৩১ মে। মোস্তাফিজের জন্য টি–টোয়েন্টি থেকে হুট করে ওয়ানডে খেলায় নামা কঠিন হবে কি না, এমন প্রশ্নের জবাবে নাজমূল বলেন, “ও যে পর্যায়ে খেলবে, সেই লেভেলে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে থাকলে আরও বেশি অবদান রাখতে পারবে। সব হিসাব-নিকাশ মিলিয়ে আমরা দেখেছি, তার উপস্থিতি আমাদের দলের শক্তি আরও বাড়াবে।”
Jatio Khobor