ঢাকা | বঙ্গাব্দ

সেন্ট মার্টিনে যাওয়ার সময় ঘাটে হট্টগোল, নিজেকে কর্মকর্তা পরিচয় দেওয়া পর্যটক দলে বিভ্রান্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 12, 2025 ইং
সেন্ট মার্টিনে যাওয়ার সময় ঘাটে হট্টগোল, নিজেকে কর্মকর্তা পরিচয় দেওয়া পর্যটক দলে বিভ্রান্তি ছবির ক্যাপশন: সেন্ট মার্টিনে যাওয়ার সময় ঘাটে হট্টগোল, নিজেকে কর্মকর্তা পরিচয় দেওয়া পর্যটক দলে বিভ্রান্তি
ad728

সেন্ট মার্টিনে যাওয়ার উদ্দেশ্যে সকালে কক্সবাজারের নুনিয়াছটায় বিআইডব্লিউটিএর জেটিঘাটে হাজির হন ১১ পর্যটক। তবে ঘাটে পৌঁছানোর আগেই নির্ধারিত জাহাজ ছাড়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা। একপর্যায়ে পর্যটকরা জাহাজ কর্তৃপক্ষ ও ঘাটে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। দলের একজন নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে পুলিশকে ইউএনওকে গ্রেপ্তার করার নির্দেশ দেন। পরে বিষয়টি নিয়ে তারা বিপাকে পড়েন।

ঘটনাস্থলে উপস্থিত জাহাজমালিকদের সংগঠন ‘সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, বাঁকখালী নদীর জোয়ার–ভাটা বিবেচনায় জাহাজ ছাড়ার সময় নির্ধারণ করা হয়। ইউএনওর সঙ্গে দূর্ব্যবহার করা পর্যটক ইব্রাহিম ঘাটে এসে জাহাজ না পেয়ে ক্ষিপ্ত হন। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর তিনি ইউএনওর কাছে দুঃখ প্রকাশ করেন। অন্য একটি জাহাজে পর্যটকরা সেন্ট মার্টিনে যেতে সক্ষম হন।

কক্সবাজার সদরের ইউএনও তানজিলা তাসনিম বলেন, ‘নির্ধারিত সময়ের আগে জাহাজ ছাড়ার বিষয় নিয়ে হট্টগোল শুরু করেন ইব্রাহিম। তিনি পুলিশকে ইউএনওকে গ্রেপ্তার করতে বলেন, যা তাঁর এখতিয়ারে নেই। ভিডিও সংরক্ষণ করা হয়েছে।’ পর্যটকদের অসুবিধা বিবেচনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি, তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নুনিয়াছটায় বিআইডব্লিউটিএর জেটিঘাট থেকে প্রতিদিন সকাল ৭টায় সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ে। দৈনিক দুই হাজার পর্যটক বিভিন্ন জাহাজে ভ্রমণ করতে পারেন। সেন্ট মার্টিনে রাত্রী যাপনের সুযোগ রয়েছে এবং দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের ঘোষিত ১২টি নির্দেশনা মেনে চলতে হবে। ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকদের দ্বীপে ভ্রমণের সুযোগ থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িল থেকে সদরঘাট হয়ে মিরপুরে বাসে যেতে কত সময় লাগে

কুড়িল থেকে সদরঘাট হয়ে মিরপুরে বাসে যেতে কত সময় লাগে