ঢাকা | বঙ্গাব্দ

সংস্কার–নীতি প্রণয়ন নভেম্বরে শেষ হবে এটা সঠিক নয় : অন্তর্বর্তী সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
সংস্কার–নীতি প্রণয়ন নভেম্বরে শেষ হবে এটা সঠিক নয় : অন্তর্বর্তী সরকার ছবির ক্যাপশন:
ad728

সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরে শেষ করতে হবে—এমন ধারণা সঠিক নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেন। এসব মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি দেখা দেয়।

বিবৃতিতে আরও স্পষ্ট করা হয়, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরে শেষ হবে—এমন কোনো নির্দেশনা বা সময়সীমা নেই। বরং এসব সংস্কার কার্যক্রম ধারাবাহিকভাবে ও পূর্ণোদ্যমে চলমান থাকবে।

এছাড়া বিবৃতিতে বলা হয়, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদ নিয়মিতভাবে দায়িত্ব পালন করবে এবং পরিষদের বৈঠকও নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
একান্ত ভালো লাগার শিল্প উৎসব ‘দায়সারা’ চলছে ধানমন্ডি লেকে

একান্ত ভালো লাগার শিল্প উৎসব ‘দায়সারা’ চলছে ধানমন্ডি লেকে