ঢাকা | বঙ্গাব্দ

সন্দিগ্ধ আসামি হিসেবে দেশ টিভির এমডি আরিফ ও নাসা গ্রুপের নজরুল গ্রেপ্তার দেখানো হলো

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2025 ইং
সন্দিগ্ধ আসামি হিসেবে দেশ টিভির এমডি আরিফ ও নাসা গ্রুপের নজরুল গ্রেপ্তার দেখানো হলো ছবির ক্যাপশন: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনের ফাইল ছবি।
ad728

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার জুলাই গণ–অভ্যুত্থান সংশ্লিষ্ট দুটি মামলায় নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার এবং দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।

রাজধানীর গুলশান থানার কামাল হোসেন ওরফে সবুজ হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারকে এবং গত বছরের ৫ আগস্ট কোতোয়ালি থানার সিএমএম কোর্ট এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আরিফ হাসানকে গ্রেপ্তার দেখানো হয়।

আদালতে শুনানির সময় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, গত ২৮ ও ৩০ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তারা তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আজ শুনানি শেষে আবেদন মঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে দুজনকেই আদালতের হাজতখানায় আনা হয়। এরপর বিচারক মো. জুয়েল রানা শুনানি শেষে তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

নজরুল ইসলাম মজুমদার বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। তাঁকে গত বছরের ২ অক্টোবর গ্রেপ্তার করা হয়। অন্যদিকে দেশ টিভির এমডি আরিফ হাসানকে ১৭ নভেম্বর গ্রেপ্তার করা হয়েছিল, তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডলারের বিপরীতে আবারও রেকর্ড সর্বনিম্নে ভারতীয় রুপি

ডলারের বিপরীতে আবারও রেকর্ড সর্বনিম্নে ভারতীয় রুপি